Pages

Friday, March 29, 2013

Google's Eight

ইন্টারনেট ব্যবহারকারীর কাছে গুগল একটি পরিচিত নাম। তবে গুগল মানেই কেবল গুগল প্লাস, অ্যান্ড্রয়েড, জিমেইল আর ইন্টারনেটে কোনো বিষয় অনুসন্ধান করা নয়। গুগলের প্রয়োজনীয় আরও বেশ কিছু সেবা রয়েছে, যা আপনার কাজে লাগতে পারে।

গুগলে আপনার প্রয়োজনে কাজে লাগাতে পারেন এমন আটটি সেবা হচ্ছে: গুগল মার্স, গুগল স্কলার, গুগল আর্ট প্রজেক্ট, গুগল ইনপুট টুলস, গুগল থিংক ইনসাইট, গুগল মডারেটর, গুগল এনক্রিপটেড ও স্কিমার।

গুগলে সার্চ দিলে হয়তো আপনার প্রয়োজনীয় অনেক তথ্যই পেয়ে যান। তবে আপনি যদি মঙ্গল গ্রহের তথ্য পেতে চান বা মঙ্গলের মানচিত্র দেখতে চান, তবে ‘গুগল মার্স’ সেবাটিতে যেতে পারেন। গুগল কেবল পৃথিবীর মানচিত্রই তৈরি করেনি; গুগল মার্সের মাধ্যমে পাশাপাশি মঙ্গল গ্রহের মানচিত্র সেবাও দিচ্ছে।

গুগল স্কলার হচ্ছে স্কলার বা বিশেষজ্ঞদের জন্য। যাঁরা গবেষণাকাজের জন্য প্রয়োজনীয় তথ্য পেতে চান বা পড়াশোনার কাজে লাগানোর প্রয়োজনীয় তথ্যের খোঁজ করতে চান, তাঁদের জন্য আদর্শ সেবা গুগলের স্কলার।

গুগল আর্ট প্রজেক্ট নামের সেবাটি চিত্রকর্ম-সংশ্লিষ্ট। বিশ্বের সেরা চিত্রকর্মগুলোর অনলাইন সংগ্রহশালা হচ্ছে গুগলের আর্ট প্রজেক্ট। বিশ্বের বিভিন্ন জাদুঘর অনলাইনে ভারচুয়ালভাবে ঘুরিয়ে আনবে গুগলের এই সেবাটি।

গুগল ইনপুট টুলস ব্যবহার করে পছন্দের ভাষা ও স্টাইল ব্যবহার করে বার্তা লেখা ও আদান-প্রদান করা যায়।

গুগল থিংক ইনসাইট সেবাটি হচ্ছে অনলাইন ব্যবসা-সংক্রান্ত নানা তথ্যের ভান্ডার। গুগলের এ সেবা ব্যবহার করে বিভিন্ন পণ্যের সাম্প্রতিক সূচক, পরিসংখ্যান এবং বাজার গবেষণার নানা তথ্য পাওয়া যায়।

কোনো প্রশ্ন মাথায় এলে কার সঙ্গে আলোচনা করবেন? ব্যবহার করতে পারেন গুগল মডারেটর সেবাটি। আপনার প্রশ্নের সমাধান ও নানা বিষয় নিয়ে সুচিন্তিত মতামত পাবেন গুগলের মডারেটর সেবাটিতে।

গুগলের এনক্রিপটেড সেবাটি হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর কম্পিউটার ও গুগলের মধ্যে তথ্য এনক্রিপশন করে রাখার সুবিধা।

ইন্টারনেটে নতুন কিছু খুঁজে পাওয়া এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য স্কিমার নামে গুগলের বিশেষ একটি সেবা রয়েছে।

গুগলের এসব সেবার খোঁজ পেতে গুগল সার্চে প্রয়োজনীয় সেবাটির নাম লিখুন। গুগল হয়তো আপনার অজানা অনেক সুবিধার সন্ধান দিতে পারবে।


Reference:click here

No comments:

Post a Comment